চলতি অর্থবছরের সেপ্টেম্বর থেকে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স আসার ধারা বজায় রয়েছে মে মাসেও। চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে ২২৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার ৪০১ কোটি টাকা।
রোববার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মে মাসের প্রথম ২৪ দিনে দেশে ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
এছাড়াও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।
এর আগের দুই মাস এপ্রিল ও মার্চে রেকর্ড রেমিট্যান্স আসে। এপ্রিলে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পৌনে ৩ বিলিয়ন ডলার এবং এর আগের মাস মার্চে রোজার ঈদকে ঘিরে এসেছিল রেকর্ড সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার ।









