চীনা বিজ্ঞান কল্পকাহিনী কমেডি ফিল্ম ‘মুন ম্যান’ দিয়ে পর্দা উঠছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের! শনিবার বিকেলে উদ্বোধনী আয়োজনের পর ঢাকার দর্শক ঝ্যাং চিউ পরিচালিত এই ছবিটি উপভোগ করবেন।
‘মুন ম্যান’ ছবিটি চীনে মুক্তি পায় ২০২২ সালে। বিশ্বব্যাপী এই ছবিটি আয় করে ৪৫০ মিয়িন ডলারের বেশী।
‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’- প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেলে পর্দা উঠছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের! জাতীয় জাদুঘর মিলনায়তনে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং। উৎসবে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ।
৯ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে ১০টি বিভাগে বিশ্বের ৭৫টি দেশের মোট ২২০টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শীত হবে। এসব চলচ্চিত্রের ভেতর বাংলাদেশের মোট ৪৪টি চলচ্চিত্র দেখানো হবে।
১৯ জানুয়ারি বাংলাদেশি ছবি ‘বলী’ নিয়ে পর্দা নামবে উৎসবের। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।









