গাজার মধ্যাঞ্চলের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের স্টাফসহ ১৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি গ্রুপ হামাস নিয়ন্ত্রিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসালের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল ১১ সেপ্টেম্বর বুধবার নুসিরাতের আল জাউনি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ) দুইজন সদস্য রয়েছে।
নুসিরাতের আল জাউনি স্কুলটিতে এর আগেও ইসরায়েল বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এদিকে ইউএনআরডব্লিউএ এই হামলায় তাদের ছয়জন স্টাফ নিহত হয়েছে বলে দাবি করেছে। একক কোন হামলায় এটিই জাতিসংঘের কোন সদস্যের সর্বোচ্চ সংখ্যক নিহতের ঘটনা বলে ইউএনআরডব্লিউএ জানিয়েছে।
গাজার কোন এলাকাই নিরাপদ নয় উল্লেখ করে জাতিসংঘ সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পৃথক এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ শুরুর পর স্কুলটিতে পাঁচদফা হামলা চালানো হয়েছে। যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া প্রায় ১২ হাজার লোক স্কুলটিতে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়া অধিকাংশই নারী ও শিশু।
এদিকে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস নিহতের এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।









