মানিকগঞ্জ থেকে মস্তকবিহীন দেহ এবং টাঙ্গাইল থেকে খণ্ডিত মস্তক উদ্ধারের ঘটনায় ১৭ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কুদ্দুস (৪১) কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
রোববার দুপুরে নগরীর আকুয়া বাইপাসের র্যাব-১৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের অধিনায়ক মহিবুল ইসলাম খান।
তিনি জানান, ২০০৬ সালের মে মাসে মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার বেতুলিয়া গ্রামে এক ব্যক্তিকে হত্যা করে মানিকগঞ্জের সাটুরিয়ায় দেহ এবং টাঙ্গাইলের নাগরপুরে খণ্ডিত মস্তক ফেলে পালিয়ে যায় আসামি। এ ঘটনায় ওই মাসের ২১ তারিখে মানিকগঞ্জের সাটুরিয়া থানার এসআই আব্দুল জলিল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ৭ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় বিচার শেষে মানিকগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২০২১ সালের ৫ ডিসেম্বর আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলা রুজু হওয়ার পর থেকেই আসামী নাম ও ঠিকানা পরিবর্তন করে পলাতক ছিল।
এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে গাজীপুর জেলার শ্রীপুর বহেরারচালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। আসামীকে টাঙ্গাইলের নাগরপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।








