অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচে শিশুদের জন্য আগামী ১০ ডিসেম্বর থেকে ৯টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম-ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স, ইউটিউব, রেডিট ও কিক শিশুদের জন্য নিষিদ্ধ হবে।
বুধবার ৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা এই তথ্য জানায় ,
অস্ট্রেলিয়ার কমিউনিকেশন মন্ত্রী আনিকাওয়েলস জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে সরকার শিশুদের অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে চায়। সামাজিক মাধ্যমের প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন এই নতুন আইন মেনে চলে। মন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই শিশুরা সঠিকভাবে বেড়ে উঠুক এবং অভিভাবকদের মানসিক শান্তি নিশ্চিত হোক।
সমালোচকরা প্রশ্ন তুলেছেন, কিভাবে এই বিধিনিষেধ কার্যকর করা হবে। বয়স যাচাইয়ের জন্য সরকারী আইডি জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই। যারা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হতে পারে।
এছাড়া, ফ্রান্সে টিকটক সম্পর্কিত একটি তদন্ত শুরু হয়েছে, যেখানে অভিযোগ উঠেছে, প্ল্যাটফর্মটির অ্যালগরিদম শিশুদের বিপজ্জনক হতে পারে ।









