চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে সরকারবিরোধী সহিংসতায় নিহত ১৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:50 pm 08, September 2025
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালে সরকারবিরোধী বিক্ষোভ

নেপালে সরকারবিরোধী বিক্ষোভ

Advertisements

নেপালের কাঠমুন্ডুতে দুর্নীতি ও বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার তরুণ। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের সঙ্গে সহিংসতার ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং শতাধিক আহত হয়।

সোমবার ৮ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন বলা হয়, নেপালের কাঠমান্ডুতে দুর্নীতি এবং সরকারের বেশ কয়েকটি মিডিয়া অ্যাপের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ  করেছে তরুণরা। তাদের সঙ্গে যোগ দেয় সাধারণ মানুষও। এসময় তারা রাস্তায় নেমে আসলে সহিংস সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয় এবং আহত হয় শতাধিক।

প্রতিবেদনে আরও বলা হয়, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে নেপালে লাখ লাখ ব্যবহারকারী রয়েছেন যারা বিনোদন, সংবাদ এবং ব্যবসার জন্য তাদের উপর নির্ভর করেন। কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে নিষেধাজ্ঞার ফলে জনসাধারণের মধ্যে ক্ষোভের জন্ম নিয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে, যারা সরকারকে মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করার অভিযোগ এনেছে এবং দুর্নীতির সমাধান করতে ব্যর্থ হয়েছে।

সোমবার, হাজার হাজার তরুণ কাঠমান্ডুতে মিছিল করে সরকারকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশে ছড়িয়ে থাকা দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবি জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার পর থেকে টিকটকে সাধারণ নেপালিদের সংগ্রামের সাথে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জিনিসপত্র এবং ব্যয়বহুল ছুটি কাটানোর তুলনামূলক ভিডিও ভাইরাল হয়েছে।

এর প্রতিবাদে রাজধানীজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়। কিন্তু বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে সংসদের কাছের সীমাবদ্ধ এলাকায় প্রবেশ করে। বিক্ষোভকারীরা গাছের ডাল এবং জলের বোতল ছুঁড়ে মারে এবং সরকার বিরোধী স্লোগান দেয়। নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে। পরে নেপালের রাজধানীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

২৪ বছর বয়সী ছাত্র যুজান রাজভান্ডারী সংবাদ সংস্থা এএফপিকে বলেন, আমরা সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার দ্বারা উদ্বুদ্ধ হয়েছি, কিন্তু এটাই একমাত্র কারণ নয় যে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা নেপালে প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছি।

সূত্র জানিয়েছে, বিক্ষোভের মধ্যে সরকার এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে।

দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদন অনুসারে, কিছু বিক্ষোভকারী সংসদ প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হয়, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়। কাঠমান্ডু জেলা প্রশাসন কারফিউ বাড়িয়েছে। নতুন বিধিনিষেধের মধ্যে এখন রাষ্ট্রপতির বাসভবন (শীতল নিবাস), উপ-রাষ্ট্রপতির বাসভবন লৈনচৌর, মহারাজগঞ্জ, সিংহ দরবারের চারপাশ, বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবন এবং সংলগ্ন এলাকাগুলোর মতো বেশ কয়েকটি উচ্চ-নিরাপত্তা অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধান জেলা কর্মকর্তা ছাবিলাল রিজালের মতে, দুপুর সাড়ে ১২টা থেকে রাত দশটা (স্থানীয় সময়) পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এই অঞ্চলগুলির মধ্যে জনসাধারণের চলাচল, সমাবেশ, বিক্ষোভ বা ঘেরাও কার্যক্রম থেকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের ছোঁড়া রাবার বুলেটের আঘাতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কাঠমান্ডুতে, কান্তিপুর টেলিভিশনের সাংবাদিক শ্যাম শ্রেষ্ঠ বানেশ্বরে বিক্ষোভ কভার করার সময় রাবার বুলেটের আঘাতে আহত হন। তিনি বর্তমানে সিভিল হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নিজ শহর দামকে বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর আরও একজন আহত হয়েছেন। দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পোখরায়, স্থানীয় কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে, যেখানে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর অফিস ভাঙচুর করেছে বলে জানা গেছে।

নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি এই বিষয়ে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।

কেন অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল

নেপালের মন্ত্রিসভা গত মাসে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোকে নেপালে নিবন্ধন করতে, যোগাযোগ স্থাপন করতে এবং একজন আবাসিক অভিযোগ পরিচালনা কর্মকর্তা এবং সম্মতি কর্মকর্তা নিয়োগ করতে সাত দিন সময় দিয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের আদেশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার এক বিবৃতিতে সরকার বলেছে, তারা চিন্তাভাবনা এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে। তাদের সুরক্ষা এবং অবাধ ব্যবহারের জন্য একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নেপাল অতীতে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্সেস সীমাবদ্ধ করেছে। অনলাইন জালিয়াতি এবং অর্থ পাচার বৃদ্ধির কারণ দেখিয়ে জুলাই মাসে সরকার টেলিগ্রাম মেসেজিং অ্যাপটিতে অ্যাক্সেস বন্ধ করে দেয়। আগস্ট মাসে টিকটকের উপর থেকে নয় মাসের নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার।

ট্যাগ: জেন জিনেপালে সরকারবিরোধী বিক্ষোভপ্রতিবাদে বিক্ষোভসোশ্যাল মিডিয়া বন্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাকসু নির্বাচনে নিরাপত্তায় দু’হাজারের বেশি পুলিশ সদস্য

পরবর্তী

গণতন্ত্রের রেললাইনে না উঠা পর্যন্ত আন্দোলন চলবে: তারেক রহমান

পরবর্তী
গণতন্ত্রের রেললাইনে না উঠা পর্যন্ত আন্দোলন চলবে: তারেক রহমান

গণতন্ত্রের রেললাইনে না উঠা পর্যন্ত আন্দোলন চলবে: তারেক রহমান

নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আগামীকাল

নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আগামীকাল

সর্বশেষ

ইরানে বিক্ষোভে গ্রেপ্তার হওয়াদের শাস্তি কার্যকর প্রক্রিয়া শুরু

January 21, 2026

প্রধান উপদেষ্টার কাছে জমা হচ্ছে নতুন বেতন কাঠামোর সুপারিশ

January 21, 2026
ছবি: সংগৃহীত

সারাদেশে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ

January 21, 2026

প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন

January 21, 2026

অপ্রতিরোধ্য আর্সেনাল-রিয়ালের জয়ের রাতে হোঁচট পিএসজি-ম্যানসিটির

January 21, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version