ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন।
সোমবার ২৯ ডিসেম্বর জাকার্তা থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
মানাডো সিটির ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু জানান, উত্তর সুলভেসি প্রদেশের রাজধানী মানাডো শহরের ওই বৃদ্ধাশ্রমে রোববার রাত ৮টা ৩১ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী।
তিনি জানান, অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো তিনজন। নিহতদের অনেকের মরদেহ তাদের নিজ নিজ কক্ষে পাওয়া গেছে। সন্ধ্যায় আগুন লাগার সময় বেশির ভাগ বয়স্ক ব্যক্তিরা সম্ভবত তাদের কক্ষেই বিশ্রাম নিচ্ছিলেন বলে ধারণা করেন তিনি।
জিমি রোটিনসুলু আরও জানান, ১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানান, রোববার গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটে। সোমবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি, তবে পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।









