একটি কল সেন্টারে অভিযান চালিয়ে ১৪৯ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭১ জন বিদেশি, যাদের মধ্যে ৪৮ চীনা নাগরিক।
বৃহস্পতিবার (১০ জুলাই) পাকিস্তানের জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এজেন্সির এক বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় একটি বড় কল সেন্টার চিহ্নিত করা হয়েছে, যেখানে পঞ্জি স্কিম এবং বিনিয়োগ প্রতারণার মাধ্যমে জনগণকে প্রতারিত করা হচ্ছিলো। এই জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে সংগ্রহ করা হচ্ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের পূর্বাঞ্চলে ফয়সালাবাদ শহরে সরকারি সংস্থা ‘ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি’র প্রাক্তন চেয়ারম্যানের ছেলে তাশিন আওয়ানের বাসভবন থেকে এই নেটওয়ার্কটি পরিচালনা হচ্ছিলো। একটি গোপন তথ্যের ভিত্তিতে তাদের ধরা হয়। তবে তাশিন আওয়ানকে গ্রেপ্তার করা যায়নি।
সংস্থাটি জানায়, পূর্বাঞ্চলীয় শিল্প শহর ফয়সালাবাদে এই চক্রটি পরিচালিত হচ্ছিল এবং একটি সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে চিহ্নিত স্থাপনা ছিল ‘ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি’র প্রাক্তন চেয়ারম্যানের ছেলে তাশিন আওয়ানের বাসভবন। এখান থেকেই গোষ্ঠীটি এই স্ক্যাম নেটওয়ার্ক পরিচালনা করছিল।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ৭৮ জন পাকিস্তানি এবং ৪৮ জন চীনা নাগরিক। এছাড়াও নাইজেরিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং মিয়ানমারের নাগরিকও আছেন। মোট গ্রেফতারদের মধ্যে ১৮ জন নারী।
পুলিশ রিপোর্টে বলা হয়েছে, প্রতারণার প্রাথমিক পর্যায়ে ভুক্তভোগীদের ছোট অঙ্কের বিনিয়োগে কিছু মুনাফা দেওয়া হতো, এরপর বড় অঙ্কের বিনিয়োগে প্রলুব্ধ করা হতো।









