বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের উদ্দেশ্যে আন্দোলনকারী শিক্ষার্থীরা কুষ্টিয়া শহরে জড়ো হওয়ার চেষ্টা করলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১১ শিক্ষার্থীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের বলেন, শিক্ষার্থীদের আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। যদি জিজ্ঞাসাবাদে কোনো সহিংসতার সাথে সংশ্লিষ্টতা না পাওয়া যায় তাহলে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হবে।
তিনি বলেন, ১৪ জনকে আটক করা হয়েছে। এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছে।









