ভারতের মুম্বাই শহরে এক আকস্মিক ঝড়ে একটি বিশাল বিলবোর্ড ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ৬০ জন।
সোমবার (১৩ মে) ঘাটকোপার এলাকায় ১০০ ফুট উচু বিলবোর্ডটি ঝড়ের সময় পাশে থাকা এক বাড়ি এবং তেলের পাম্পের উপর ধসে পড়ে। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জরুরী পরিষেবাগুলো জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান অবস্থায় এখনও প্রায় ২০ থেকে ৩০ জন আটকে থাকাতে পারে। মুম্বাই শহরে বৃষ্টি ও ধূলিঝড় আঘাত হানার পর বিলবোর্ডটি ধসে পড়ে। ঝড়ে গাছ উপড়ে পড়ে এবং রাস্তায় বিশৃঙ্খলা ও বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় গণমাধ্যমগুলোর ফুটেজে দেখা যাচ্ছে, বিশাল বিলবোর্ডটি বাতাসে দুলছে এবং কিছু বুঝে উঠার আগেই একটি ব্যস্ত রাস্তার কাছে এক তেলের পাম্প ও বাড়ির উপর ধসে পড়ে।
বিভিন্ন সামাজিক মাধ্যমে দেয়া ভিডিওতে পেট্রোল স্টেশনের তাৎক্ষণিক পরিণতিতে দেখা যাচ্ছে, ধসে পড়া বিলবোর্ডটির নিচে অনেক যানবাহন পিষ্ট হয়েছে।
মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের সামাজিক মাধ্যম এক্স-এ এক পোষ্টে লিখেছে, ঝড়ে ধসে পড়া বিলবোর্ডের নিচে আটকা পড়া মানুষকে উদ্ধার করতে দুর্যোগ প্রতিক্রিয়া দলসহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিস বলেছেন, এই ঘটনার বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। রাজ্য সরকার এই ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তা প্রদান করবে।









