গত ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ৭৬৯ জনসহ মোট এক হাজার ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৫৭২ জনকে।
অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় দেশীয় তৈরি একনলা বন্দুক একটি, কার্তুজ দুটি, রামদা চারটি, চাপাতি দুটি, ছুরি একটি, এলজি একটি ও কেঁচি একটি করা হয়েছে।








