এখন পর্যন্ত দেশের ১৩ জেলা বন্যা আক্রান্ত হয়েছে জানিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) বলছে, ১১ নদীর পানির বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সংস্থাটি বুধবার জানিয়েছে, তিতাস ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি কমছে। আগামী ২৪ ঘণ্টায় আরও কমবে। যমুনা ও গঙ্গা-পদ্মার পানি বাড়ছে।
আগামী ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। শরীয়তপুর, মাদারীপুরের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।









