এ বছর গোপালগঞ্জের দুটি কলেজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জনই ফেল করেছেন।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর এ্রইচএসসির ফলাফল প্রকাশিত হওয়ার পর এমন তথ্য পাওয়া গেছে।
কলেজ দুটি হলো, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ কবীর হোসেন আইডিয়াল কলেজ ও গোপালগঞ্জ জেলা সদরের গোপালগঞ্জ আইডিয়াল কলেজ।
এরমধ্যে গোপালগঞ্জ জেলা সদরের গোপালগঞ্জ আইডিয়াল কলেজ থেকে ৮ জন ও টুঙ্গিপাড়া শেখ কবীর হোসেন আইডিয়াল কলেজ থেকে ৫ জনসহ মোট ১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন।
দুটি কলেজের ফলাফল নিয়ে হতাশ গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন জানান,সারা দেশের মতো গোপালগঞ্জেও এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল বেদনাদায়ক। এমনটা আমরা আশা করিনি।









