একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দ্বাদশ জাতীয় নির্বাচনেও একই আসন থেকে জয়ের ধারা ধরে রেখেছেন তিনি। বেসরকারি ফলাফল, নড়াইল-২ আসনে ১,৮৫,০৬১ ভোটের বিপুল ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত ম্যাশ।
ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে আসা মাশরাফী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি) প্রতীকে ৪,০৪১ ভোট পেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১,৮১,৯৯০ ও নারী ভোটার ১,৮৩,৭৩৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন। ভোট দিয়েছেন প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার।
২০১৮ সালের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২,৬৩,৩২৭ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তার মোট প্রাপ্ত ভোট ছিল ২,৭১,২১০।








