মানিকগঞ্জ-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় পেয়েছেন জাহিদ মালেক স্বপন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে গণফোরামের মফিজুল ইসলাম খান কামালকে হারিয়েছেন ৬৪ হাজার ৫১৬ ভোটে।
রোববার সকাল ৮টা থেকে সারাদেশ জুড়ে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ শেষ হয় বিকেল চারটায়। মানিকগঞ্জ-৩ আসনে জাহিদ মালেক পেয়েছেন ৬৭ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুল ইসলাম খান কামাল উদীয়মান সুর্য প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৯৩ ভোট।
আসনটিতে ১৪৩ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫৮ হাজার ৪৬১ জন। জাহিদ মালিকসহ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬ প্রার্থী।







