দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। নির্বাচিত হওয়ার পরেরদিনই মিরপুরে এসে ব্যাটিং-বোলিং করেছেন বাংলাদেশ অধিনায়ক।
রোববার মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে ১,৮০,৩৫৭ ভোটের বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন সাকিব। নির্বাচিত হওয়ার পর রাতে মাগুরা থেকে ঢাকায় আসেন তিনি।
সোমবার বিকেলে সাদা গাড়ি নিয়ে সাকিব হাজির হন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে। সেখানে ব্যাট হাতে অনুশীলনের সঙ্গে বল হাতেও দেখা দেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার।
চোটের কারণে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে খেলতে পারেননি সাকিব। এরপর থেকে দলের বাইরে আছেন। চোট কাটিয়ে আসন্ন বিপিএল দিয়ে মাঠে ফিরবেন। বিপিএলের দশম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন। ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর।







