দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (কালীগঞ্জ এবং আদিতমারী) আসন থেকে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান আহমেদ। স্বতন্ত্র প্রার্থী (ঈগল) সিরাজুল হককে ৪৬ হাজার ৭০৩ ভোটে হারিয়েছেন তিনি।
রোববার সকাল ৮টা থেকে সারাদেশ জুড়ে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ শেষ হয় বিকেল চারটায়। লালমনিরহাট-২ আসনে নৌকার প্রার্থী নুরুজ্জামান আহমেদ পেয়েছেন ৯৭ হাজার ২৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৫০ হাজার ৫৩৭ ভোট।
আসনটিতে ১৪৪টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা চার লাখ দুই হাজার ৩৪জন। নুরুজ্জামানসহ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ প্রার্থী।







