Site icon চ্যানেল আই অনলাইন

গাজায় ইসরায়েলি হামলায় ১২ জন নিহত

দক্ষিণ গাজার রাফা শহরের ইসরায়েলি হামলায় ১২ জন নিহত হয়েছেন। একটি আবাসিক এলাকায় ৮ জন ও মধ্য রাফা অঞ্চলে ৪ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায় গাজার পশ্চিম তীরে জেনিনের কাবাতিয়া শহরে এক বাড়িতে অভিযান চালিয়ে তরুণ ফিলিস্তিনিদের গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে, ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রির বন্ধ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বার্তা দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হুমজা ইউসুফ।

উত্তর গাজায় ৬ মাস ধরে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহে ইসরায়েলি বাহিনী বাধা দিচ্ছে বলে জানিয়েছে,  জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা  (ইউএনআরডব্লিউএ)। খাদ্য সহায়তা কনভয়ে হামলায় জবাবদিহিতা চেয়ে ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ রেখেছে জাতিসংঘ।

গাজায় ল্যাভেন্ডার নামে এ-আই টার্গেটিং সিস্টেম ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় হাজারো ফিলিস্তিনিকে চিহ্নিত করে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার পরিকল্পনার অভিযোগও উঠেছে। অপরীক্ষিত এআই সিস্টেম প্রয়োগ করে গণহত্যা বন্ধ করার আহ্বান জানান হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মার্ক ওয়েন জোনস।

পাশাপাশি ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) ইসরায়েলি বিমান হামলায় তাদের ৭ জন সাহায্য কর্মী নিহত হওয়ার প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের কার্যক্রম বন্ধ করার পর গাজা উপত্যকার অনেক ফিলিস্তিনি খাদ্য সংকটে পড়েছেন।

ডব্লিউসিকে ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে সপ্তাহে দুই মিলিয়ন মানুষকে খাবার পরিবেশন করে আসছিল। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছিল, ১ দশমিক ১ মিলিয়ন মানুষ চলমান শত্রুতা এবং যুদ্ধের কারণে  ক্ষুধার সম্মুখীন হচ্ছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩২ হাজার ৯৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজার ৫৭৭ জন।

Exit mobile version