নভেম্বর মাসে কমপক্ষে ৯৬ টি “রাজনৈতিক সহিংসতার” ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১২ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৮৭৪ জন। এ মাসে গণপিটুনী ও মব সহিংসতার কমপক্ষে ২০ টি ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন এবং আহত হয়েছেন ১১ জন।
বাংলাদেশের ১৫ টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর সংগৃহীত তথ্যের ভিত্তিতে ২০২৫ সালের নভেম্বর মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটি বলছে, নভেম্বর মাসে রাজনৈতিক সহিংসতা ও নিহতের সংখ্যা অক্টোবর মাসের তুলনায় বেড়েছে । গত অক্টোবর মাসে ৬৪ টি “রাজনৈতিক সহিংসতার” ঘটনায় নিহত হয়েছিলেন ১০ জন এবং আহত হয়েছিলেন ৫১৩ জন। নভেম্বর মাসে সহিংসতার ৯৬টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৪২টি ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫১২ জন ও নিহত ১০ জন । এছাড়া ৯টি বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৫২ জন, ৬টি বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৪১ জন, ১৫টি বিএনপি-অন্যান্য দলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১৫৫ জন এবং ২৪ টি ঘটনা ঘটেছে বিভিন্ন দলের মধ্যে। এতে আহত হয়েছেন ৯১ জন এবং নিহত হয়েছেন ১ জন । নিহত ১২ জনের মধ্যে বিএনপির ১১ জন ও জেএসএস গ্রুপের ১ জন।
নভেম্বর মাসে কমপক্ষে ১৭৭ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ৪৮ জন, যাদের মধ্যে ২৫ জন (৫২%) ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। ১৩ জন নারী ও কন্যা শিশু গণধর্ষনের শিকার হয়েছেন এবং ধর্ষনের পর হত্যা করা হয়েছে ২ জনকে। ৩৬ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়ণের শিকার হয়েছেন তার মধ্যে শিশু ১১ জন। এছাড়া, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন ৫ জন নারী । পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ২৯ জন, আহত হয়েছেন ৩২ জন এবং আত্মহত্যা করেছেন ২৪ জন নারী।
এ মাসে অন্তত ২৩টি ঘটনায় কমপক্ষে ৩৬ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সকল ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২২ জন, হুমকির সম্মুখীন হয়েছেন ১১ জন সাংবাদিক এবং গ্রেপ্তার হয়েছেন ১ জন । এছাড়া, ২ টি মামলায় ২ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।
নভেম্বর মাসে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫- এর অধীনে দায়ের করা অন্তত ৭টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে এবং অভিযুক্ত করা হয়েছে ২৭ জনকে।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানায়, নভেম্বর মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ৩ টি হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আক্রমনে ১ জন বাংলাদেশী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪ জন।
এ মাসে সারাদেশে কারাগারে কমপক্ষে ১২ জন আসামি মারা গিয়েছেন । ১২ জনের মধ্যে ৩ জন কয়েদী ও ৯ জন হাজতি।
নভেম্বর মাসে ২৫ টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ৪ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন। অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্রমিকদের সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক তাদের কর্মক্ষেত্রে মারা গেছেন।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, সমাবেশ কেন্দ্রিক সহিংসতা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা নিয়ে অন্তর্কোন্দল, কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল কেন্দ্রিক অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং মানবাধিকার সুরক্ষার জন্য রাষ্ট্র ও সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।









