পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া প্রদেশে সন্দেহভাজন জঙ্গি হামলায় কমপক্ষে ১১ শ্রমিক নিহত হয়েছেন। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল-হক-কাকার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ করা এক পোস্টে এই কথা জানিয়েছেন।
পাকিস্তান পুলিশ জানায়, আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তানে একটি সেনা নির্মাণ সাইটে শ্রমিকদের বহনকারী ট্রাকের নিচে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটালে ১১ শ্রমিক নিহত হন।
তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।








