ব্যাপক তাণ্ডব চালিয়ে উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল। এরই মধ্যে স্থল গভীর নিম্নচাপ পরিণত হয়েছে রেমাল। তবে অব্যাহত রয়েছে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে উপকূলসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। সারাদেশ থেকে পাঠানো প্রতিনিধিদের তথ্য মতে, রেমাল’র তাণ্ডবে এ পর্যন্ত নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ মে) বরগুনা জেলা সদরে লেমুয়া গ্রামে ঘরে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হলে মৃত্যু সংখ্যা বেড়ে ১১ তে পৌঁছায়। আহত হয়েছেন আরও অনেকে।
জানা যায়, উপকূলীয় এলাকায় ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক স্থানে উপকূল রক্ষা বাঁধ ভেঙে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন উপকূলের দেড় কোটি গ্রাহক। এখনও বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে বহু পুকুর ও ঘেরের মাছ।
এ ছাড়া পটুয়াখালীতে ১০ থেকে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাসে বেরিবাঁধ ভেঙ্গে ও উপচে প্লাবিত হয়েছে অন্তত ১৫টি ইউনিয়নের একশ’র বেশি গ্রাম। রোববার রাতের জোয়ারে কক্সবাজারের ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। মহেশখালীতে বেড়িবাঁধ ভেঙ্গে গেছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এখনও উত্তাল। দমকা বাতাস বইছে উপকূলে। রিমালের প্রভাবে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে।
সর্বশেষ তথ্যমতে, প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ উপকূলীয় অঞ্চলে তাণ্ডবের পর দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বরগুনা: জেলা সদরে লেমুয়া গ্রামে ঘরে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
ভোলা: প্রবল এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলীয় জেলা ভোলায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর হয়েছে।
মৃতদের মধ্যে মনোজা খাতুন (৫৪) নামের এক নারীও রয়েছে। এছাড়া বোরহানউদ্দিনে জাহাঙ্গীর (৫০) ও দৌলতখানে মাইশা (৪) নামের এক নারীর প্রাণহানী হয়।
বরিশাল: প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর তাণ্ডবে বরিশালে দেওয়াল ধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।
পটুয়াখালী: পটুয়াখালী জেলার কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস ও ঘরচাপায় অন্তত তিনজনের প্রাণহানী হয়েছে।
চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
সাতক্ষীরা: জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে রোববার সন্ধ্যায় শওকাত মোড়ল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরিম মোড়লের ছেলে।








