ফরিদপুর জেলার কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধারকার্য চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিহতরা পিকআপের যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।







