দক্ষিণ ইতালির উপকূলে দুটি জাহাজডুবির ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এই ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ নিখোঁজ। জার্মান দাতব্য সংস্থা রেসকিউশিপ বলছে, সোমবার ১৭ জুন একটি ডুবন্ত জাহাজ ৫১ জনকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মেডেসিনস সানস ফ্রন্টিয়েরস (এমএসএফ) জানিয়েছে, জাহাজ ডুবির এই ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ নিখোঁজ যার মধ্যে ২৬ জন শিশু। কিছু বাংলাদেশি যাত্রীও ছিল জাহাজটিতে। জাতিসংঘ জানিয়েছে, লিবিয়া ও তুরস্ক থেকে আসা অভিবাসীরা জাহাজে অবস্থান করছিলেন। ল্যাম্পেডুসার কাছে জাহাজডুবির ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউএন শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি লিবিয়া থেকে যাত্রা শুরু করে যেখানে সিরিয়া, মিশর, পাকিস্তান এবং বাংলাদেশের অভিবাসীরা ছিলেন।
বিবৃতিতে আরও জানানো হয়, অন্য জাহাজটি দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়ার উপকূল থেকে প্রায় ১২৫ মাইল দূরে ছিল। উদ্ধারকৃত জীবিতদের মধ্যে একজন উপকূলে নামার পর মারা গেছেন।
জাতিসংঘের তথ্য বলছে ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে সাড়ে ২৩ হাজারের বেশি মৃত্যু ও নিখোঁজ হয়েছে। এর আগে চলতি মাসের প্রথমভাগে লিবিয়ার উপকূল থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া তুরস্ক থেকে ছেড়ে আসা আরেক নৌযান ডু্বে ৯৪ জনের মৃত্যু হয়।









