ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (ডিইউআরএস) প্রায় ১০০ জন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (জেইউআরএস) আমন্ত্রণে এক সেমিনারে অংশগ্রহণ করেছেন।
আজ শুক্রবার (৩০ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের গ্যালারিতে সকাল ১০টা থেকে শুরু হয় ‘রিসার্চ সেমিনার’।
সেমিনারে সভাপতিত্ব করেন জেইউআরএস সভাপতি আল আমিন বিজয় এবং বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ও জেইউআরএস’র উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন ডিইউআরএস সভাপতি ফাহিম হাসান মাহদি এবং বাংলাদেশ রিসার্চ সোসাইটির (বিডআরএস) পরিচালক সাইফুল্লাহ সাদেক।
সেমিনারে বিভিন্ন গবেষণামূলক চিন্তা ও ধারণা তুলে ধরা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান, জনস্বাস্থ্য, নগর পরিকল্পনা ও বিভিন্ন শাখায় চলমান গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
দুপুরের খাবার ও নামাজ বিরতির পর আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় “রিসার্চ স্টর্ম ওভার টি”। এ অধিবেশনে আলোচনায় উঠে আসে গবেষণার বাস্তবতা, তরুণদের অংশগ্রহণ, ও ভবিষ্যৎ সম্ভাবনা। অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
দিনব্যাপী এ আয়োজন প্রমাণ করে, গবেষণা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, সম্পর্ক, সহযোগিতা ও উদ্ভাবনের ক্ষেত্রেও একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন বিজয় বলেন, বাংলাদেশে গবেষণা বিপ্লব ঘটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সে লক্ষ্য নিয়েই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটিগুলো একযোগে কাজ করে যাচ্ছে।









