হজযাত্রীদের শতভাগ বাড়িভাড়া ও প্রায় ৪০ হাজার হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনায় যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সৌদি সরকারকে তাগিদ দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর।
আজ (২১ এপ্রিল) সোমবার সৌদি আরবে হজযাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সৌদি প্রতিনিধি দলের সাথে ধর্ম মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে এই তথ্য নিশ্চিত করা হয়।
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার জানিয়েছেন, গত বছর প্রায় শ’খানেক লাগেজ নিয়ে জটিলতায় পড়েছিলেন হাজীরা। এবার সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলাদেশ থেকে এবার পবিত্র হজে যাচ্ছেন ৮৭ হাজার ১শ’ জন। এর মধ্যে ৭৭ হাজার ১শ’ জন শাহজালাল বিমানবন্দর ও বাকি ১০ হাজার হজযাত্রী যাবেন চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর দিয়ে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) জানিয়েছেন, সৌদি আরবে বাড়িভাড়া ও হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া চলছে। এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে ২৯শে এপ্রিল।









