অনেক স্বপ্ন নিয়ে মিউজিক ব্যান্ড ‘টিউনস’ তাদের চলার ১০ বছর পার করেছে। সারাদেশেই প্রোগ্রাম করে ‘টিউনস’, তবে করপোরেট প্রোগ্রাম বেশি করা হয়। যার কারণে গ্র্যান্ড সুলতান, দ্য প্যালেস ছাড়াও কক্সবাজার ও ঢাকার করপোরেট প্রোগ্রামেই বেশি অংশগ্রহণ করা হয় তাদের।
গত ৩ এপ্রিল (বৃহস্পতিবার) বছর পূর্তি উপলক্ষে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে কেক কেটে এই ব্যান্ডের লোগো সম্বলিত টি-শার্ট উন্মোচন করেন সঙ্গীতশিল্পী ও সুরকার আরমান খান। এসময় ব্যান্ড সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমিত, মৌ, নিউটন, দীপংকর, কাজল ও হিমেল।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ‘টিউনস’ ব্যান্ডের ভোকাল জনপ্রিয় শিল্পী সুমিত বলেন, অনেক স্বপ্ন নিয়ে ‘টিউনস’ সবাইকে নিয়ে পথচলা শুরু করেছি। আমাদের পরিস্থিতি ছিল জোয়ারভাটার মতো। তারপরও হাল ছাড়িনি। প্রতিটি সদস্য একে অপরের হাত শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আর পেছন থেকে আমাদেরকে এগিয়ে যাওয়ার সাহস যোগাচ্ছেন যিনি, তিনি আমাদের সকলের প্রিয় সঙ্গীত পরিচালক আরমান খান।
এ সময় সঙ্গীত পরিচালক আরমান খান বলেন, টিউনসের প্রতি ভালোবাসা সব সময় ছিল, আছে এবং থাকবে। টিউনসের সবাইকে আমি অনেক দিন ধরে চিনি। এরা সবাই ভালো মানুষ। আর ভালো মিউজিসিয়ান হতে হলে ভালো মানুষ হওয়া জরুরি। তিনি বলেন, টিউনস অনেক দিন ধরেই চেষ্টা করছে মিউজিকটাকে ধরে রাখতে, বিশেষ করে ব্যান্ড মিউজিকটাকে তারা তাদের হৃদয়ে লালন করছে। তারা চেষ্টা করছে ভালো কিছু করার, আর ভালো কিছু করছেও। এই প্রত্যাশা সব সময় রাখি। যদি সবার সহযোগিতা ও শুভকামনা থাকে, তবে ‘টিউনস’ আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
২০১৬ সাল থেকে ৪ জন সদস্য নিয়ে টিউনস ব্যান্ডের পথচলা শুরু হয়। এর আগে নিউটন (গিটার) এবং সুমিত (ভোকাল) আনপ্লাগ করতেন। তারপর একে একে যুক্ত হতে থাকে লিড গিটারে নিউটন, বেজ গিটারে ইমন, কিবোর্ডে সজীব, অক্টোপ্যাডে জয় এবং ভোকালে সুমিত। পরে অক্টোপ্যাডে যুক্ত হয় হিমেল, বেজ গিটারে উদয়, জয়, মিথুন, দীপংকর এবং কিবোর্ডে কাজল।
বর্তমানে ‘টিউনস’ ব্যান্ডের লাইনআপে আছেন- সুমিত পাল (ভোকাল), নিউটন দেব (লীড গিটার), দীপংকর দাশ দ্বীপ (বেজ গিটার), আকাশ মল্লিক কাজল (কিবোর্ড), হিমেল দেবনাথ (অক্টোপ্যাড) ও মৌ দাশগুপ্ত (ফিমেইল ভোকাল)।









