পাকিস্তানের উত্তর-পশ্চিম ডেরা ইসমাইল খান জেলার চৌধওয়ান পুলিশ থানায় সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় অন্তত ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সোমবার ৫ ফেব্রুয়ারি স্থানীয় প্রশাসন জানায়, হঠাৎ থানায় ৩০ জনের মতো সন্ত্রাসী ঢুকে পরে। পরে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধ শুরু হয়। আড়াই ঘণ্টার গুলিযুদ্ধ চলে। এই ঘটনায় ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে এই ঘটনায় কোন সন্ত্রাসবাদী সংগঠন জড়িত কি না এবং কোন সন্ত্রাসী সদস্য মারা গিয়েছে কি না, তা জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান আখতার হায়াত গান্দাপুর জানিয়েছেন, সোমবার ভোর ৩টায় নাগাদ এই হামলা হয়।
পাকিস্তানি তালিবান এবং সরকারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর ২০২২ সাল থেকেই পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ক্রমশ বেড়েছে। গত ডিসেম্বরে উত্তর-পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২৩ জন পাক সেনার মৃত্যু হয়।







