১১ দলীয় জোটের বিষয়ে এখনও আশাবাদী জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে ১০ দল।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সকাল থেকে দলের নির্বাহী পরিষদের বৈঠক চলছে। বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফরসূচি, নির্বাচনসংক্রান্ত প্রস্তুতি এবং নির্বাচনী ইশতেহারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এই বৈঠক বিকেল পর্যন্ত চলবে।
এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, আগামী ২০ জানুয়ারি জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। এ বিষয়ে নির্বাহী পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন জোটে না এলে ফাঁকা থাকা ৪৭টি আসন নিয়ে ১০ দলীয় জোটের বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।









