কানাডার সাচকাচুয়ান প্রদেশে পৃথক ছুরি হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
স্থানীয় সময় রোববার সকালে এসব হামলার ঘটনা ঘটে।
রয়্যাল কানাডা পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুই হামলাকারী ডেমিয়েন স্যান্ডারসন ও মাইলস স্যান্ডারসন ছুরি নিয়ে হামলা শেষে একটি কালো গাড়িতে করে পালিয়ে গেছেন।
পুরো প্রদেশে একটি সতর্কতা জারি করেছে স্থানীয় পুলিশ। সাচকাচুয়ানের প্রতিবেশী দুই প্রদেশ আলবার্টা ও ম্যানিটোবাতেও একই সতর্কতা জারি হয়।







