সাউথ আফ্রিকার জোহানেসবার্গের বাইরে একটি টাউনশিপে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। রোববার পুলিশ এ তথ্য জানিয়েছে। চলতি মাসে এটি দেশটিতে দ্বিতীয় গণহত্যার ঘটনা।
রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেশটির পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকারসডাল এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। দরিদ্র এই এলাকাটি দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রধান সোনার খনির কাছাকাছি অবস্থিত। একটি ট্যাভার্ন বা অনানুষ্ঠানিক বারের সামনে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি এএফপিকে বলেন, কিছু ভুক্তভোগীকে রাস্তায় এলোমেলোভাবে গুলি করা হয়েছে। নিহত ১০ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, গত ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় তিন বছর বয়সী এক শিশুসহ ১২ জন নিহত হয়। ওই ঘটনাটিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
পুলিশ জানিয়েছে, বেকারসডালের গুলির ঘটনাটি এমন একটি স্থানে ঘটেছে, যেখানে অবৈধভাবে মদ বিক্রি করা হতো।
প্রায় ৬ কোটি ৩০ লাখ মানুষের দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। বিশ্বের সর্বোচ্চ হত্যার হার থাকা দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম বলে আন্তর্জাতিক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।









