টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ১৫টির মত মোটরসাইকেল ভাঙ্গচুর করা হয়। মঙ্গলবার বিকালে উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বেনজির আহমেদ টিটু ও শুকুর মাহমুদ গ্রুপের নেতাকর্মীদের মাঝে এই ঘটনা ঘটে।
সল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আল মামুন জানান, কালিহাতীর পৌর এলাকায় সম্মেলনের জন্য অনুমতি না পাওয়ায় সল্লা বাসস্ট্যান্ড এলাকায় কালিহাতী উপজেলা বিএনপির সম্মেলনের সব প্রস্ততি সম্পূর্ণ করা হয়। আগামীকাল বুধবার সম্মেলন অনুষ্ঠিত হবে। কিন্তু বিকেলে বিএনপি নেতা শুকুর মাহমুদ মোটরসাইকেল যোগে মিছিল নিয়ে প্যান্ডেল ও মঞ্চ ভাঙ্গচুরের চেষ্টা করে। এসময় আমাদের লোকজন বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় তারা। এসময় ২-১টি মোটরসাইকেল ভাঙ্গচুর হয়।
কালিহাতী বিএনপির উপদেষ্টা শুকুর মাহমুদ জানান, উপজেলার সকল সিনিয়ন বিএনপির নেতাদের বাদ দিয়ে বেনজির আহমেদ টিটুর লোকজন এই আয়োজন করে। প্রতিবাদে মিছিল করার সময় তারা হামলা করে। এসময় ১০জনের মতো আহত হয়। তাছাড়াও ১৫টির মত মোটরসাইকেল ভাঙ্গচুর করে তারা।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কয়েকজন আহত হওয়ার খবর শুনি । কিন্তু তাদের নাম ঠিকানা পাইনি। ঘটনাস্থল থেকে ভাঙ্গচুর হওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।








