২ নভেম্বর (রবিবার) ৬০ বছর পূর্ণ হতে যাচ্ছে বলিউড কিং শাহরুখ খানের। এই বয়সেও শাহরুখ খান এখনো ভারতীয় সিনেমার সবচেয়ে জীবন্ত প্রতীক। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি রোমান্স, অ্যাকশন, ড্রামা, এমনকি খলনায়ক চরিত্রেও মুগ্ধ করে রেখেছেন কোটি দর্শককে! তাঁর ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় চরিত্র থাকলেও এখানে তুলে ধরা হলো তাঁর ১০টি সেরা চরিত্র, যা প্রমাণ করে কেন তিনিই বলিউডের প্রকৃত অ্যাক্টিং সুপারস্টার।
১. মোহন ভরগব, স্বদেশ
আশুতোষ গোয়ারিকারের এই ছবিতে নাসা বিজ্ঞানী মোহন ভরগবের ভূমিকায় শাহরুখ খান দেখিয়েছেন কীভাবে অভিনয়ে সরলতা আর গভীরতা একসাথে মেলে ধরা যায়। গ্রামে ফিরে গিয়ে নিজের দেশের মানুষদের জন্য কাজ করা এনআরআই যুবকের এই গল্প আজও অনুপ্রেরণাদায়ী।
২. কবির খান, চাক দে! ইন্ডিয়া
হকি কোচ কবির খানের চরিত্রে শাহরুখের ক্যারিয়ারে অন্যতম রূপায়ণ। তার অনবদ্য অভিনয়ের কারণে সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ স্পোর্টস ড্রামা হিসেবে স্থান করে নিয়েছে। নারী হকি দলের কোচ হয়ে বিশ্বকাপে দলকে জয়ী করার যাত্রা— একদিকে আবেগ, অন্যদিকে দৃঢ় নেতৃত্বের প্রতীক; সবখানেই উতরে গেছেন শাহরুখ!
৩. অমরকান্ত ভার্মা, দিল সে
মণি রত্নমের এই রাজনৈতিক প্রেমকাহিনিতে শাহরুখ একজন সাংবাদিক, যিনি রহস্যময় মেঘনার প্রেমে পড়ে জীবন বাজি রাখেন। অমরের প্রেম, বেদনা ও বিক্ষোভে মণি রত্নমের সিনেমাটিক সৌন্দর্য আরও গভীর হয়েছে।
৪. সুনীল, কাভি হা, কাভি না
প্রেমে ব্যর্থ হলেও সুনীল চরিত্রে দর্শকের হৃদয় জয় করেছিলেন শাহরুখ। এক সরল, নিরীহ কিন্তু মায়াময় প্রেমিক— এই চরিত্র আজও ভক্তদের প্রিয়।
৫. অমন মাথুর, কাল হো না হো
নিজের মৃত্যুর আগ পর্যন্ত অন্যের সুখের জন্য লড়াই করা এক হৃদয়বান মানুষের চরিত্রে শাহরুখের অভিনয় এখনো চোখ ভিজিয়ে দেয় দর্শকদের। করণ জোহর–নিখিল আডভানির এই ছবির আবেগঘন দৃশ্য এখনো স্মরণীয়।
৬. আরিয়ান খান ও গৌরব চাঁদনা, ফ্যান
নিজেরই সুপারস্টার সংস্করণ ও তার অন্ধ ভক্ত দুই বিপরীত চরিত্রে একাই দুর্দান্ত অভিনয় করেছেন শাহরুখ। বক্স অফিসে তেমন সফল না হলেও Fan এখন এক কাল্ট ক্লাসিক।
৭. রিজওয়ান খান, মাই নেম ইজ খান
অ্যাসপারগার সিন্ড্রোমে আক্রান্ত এক মানুষ, যিনি ৯/১১-পরবর্তী আমেরিকায় নিজের নাম মুছে দিতে যাত্রা করেন। এই চরিত্রে শাহরুখের অভিনয় নিঃসন্দেহে তাঁর ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং।
৮. বীর প্রতাপ সিং, বীর জারা
যশ চোপড়ার রোমান্টিক ড্রামায় ভারতীয় বিমানবাহিনীর অফিসার বীর ও পাকিস্তানি তরুণী জারার প্রেমে মানবিকতার জয়গান গেয়েছেন শাহরুখ। সংযত, গভীর এবং হৃদয়স্পর্শী অভিনয়ে তিনি নিজেকে ছাড়িয়ে গেছেন।
৯. অজয় শর্মা, বাজিগর
‘বাজিগর’–এ প্রতিশোধপরায়ণ অজয়ের চরিত্রে শাহরুখের অভিনয় তাঁকে প্রথম ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার এনে দেয়। এই চরিত্রেই তিনি প্রমাণ করেন নায়ক হোক বা খলনায়ক, পর্দায় তাঁরই রাজত্ব।
১০. বিক্রম রাঠোর ও আজাদ রাঠোর, জওয়ান
অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্যের তকমা অর্জন করেছে। এখানে তিনি একসঙ্গে বাবা–ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। দেশপ্রেম, প্রতিশোধ ও সামাজিক বার্তার দুর্দান্ত সংমিশ্রণ ‘জওয়ান’। এই ছবির জন্যই শাহরুখ প্রথমবার জাতীয় পুরস্কারও অর্জন করেন। ডিএনএ ইন্ডিয়া









