আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের দিন ঘনিয়ে আসছে, সেই সাথে সারাদেশে বাড়ছে রাজনৈতিক উত্তাপ! মিছিল, সভা, প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি কৌশলে মুখর রাজনৈতিক অঙ্গন। বাস্তব রাজনীতির এই নাটকীয়তা বহুবার জায়গা করে নিয়েছে সিনেমার পর্দাতেও। নির্বাচন, ক্ষমতার লড়াই, কৌশল ও নৈতিকতার টানাপোড়েন— এসব নিয়েই তৈরি হয়েছে অসংখ্য স্মরণীয় চলচ্চিত্র।
নির্বাচনের এই সময়ে দেখে নেওয়া যাক, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনকে কেন্দ্র করে নির্মিত এমন ১০টি উল্লেখযোগ্য সিনেমা, যেগুলো রাজনীতির নেপথ্যের গল্প, ক্ষমতার মোহ আর মানুষের মনস্তত্ত্বকে ভিন্নভাবে তুলে ধরে।
যে সিনেমাগুলো দেখায়- দেশ ভিন্ন হলেও রাজনীতির চরিত্র, সংকট আর মানবিক দুর্বলতা প্রায় একই রকম। বাংলাদেশের নির্বাচন সামনে রেখে এই ছবিগুলো রাজনীতিকে নতুন চোখে দেখার সুযোগ করে দিতে পারে:
১. গেম চেঞ্জ (২০১২)
২০০৮ সালের মার্কিন নির্বাচনে জন ম্যাককেইনের প্রচারণা ও সারা প্যালিনকে রানিং মেট হিসেবে বেছে নেওয়ার পেছনের বাস্তব কাহিনি। ক্ষমতার রাজনীতিতে ভুল সিদ্ধান্ত কীভাবে পুরো নির্বাচনী লড়াই বদলে দিতে পারে, তা দেখায় এই সিনেমা।
২. দ্য ক্যান্ডিডেট (১৯৭২)
জয়ের নেশায় আদর্শ বিসর্জনের গল্প। একজন আদর্শবাদী প্রার্থী কীভাবে ধীরে ধীরে ফাঁপা প্রতিশ্রুতির রাজনীতিতে জড়িয়ে পড়েন- নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্মম চিত্রগুলোর একটি তুলে ধরা হয়েছে এই সিনেমায়।
৩. ডেভ (১৯৯৩)
এক সাধারণ মানুষ হঠাৎ রাষ্ট্রপতির ভূমিকায়। হাস্যরসের আড়ালে ক্ষমতা, সত্য ও দায়িত্ববোধের গল্প বলা হয়েছে এই ছবিতে।
৪. প্রাইমারি কালারস (১৯৯৮)
এক ক্যারিশমাটিক গভর্নরের নির্বাচনী প্রচারণা, ব্যক্তিগত কেলেঙ্কারি আর ক্ষমতার লড়াই নিয়ে এই সিনেমা। বাস্তব রাজনীতির ছায়া থাকা এই ছবি নির্বাচনী মৌসুমে আলাদা মাত্রা যোগ করে।
৫. ওয়াগ দ্য ডগ (১৯৯৭)
নির্বাচনের আগে কেলেঙ্কারি ঢাকতে সাজানো যুদ্ধ! রাজনীতি ও মিডিয়ার সম্পর্ক নিয়ে সবচেয়ে তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক সিনেমাগুলোর একটি ‘ওয়াগ দ্য ডগ’।
৬. দ্য আইডেস অব মার্চ (২০১১)
আধুনিক নির্বাচনী রাজনীতির অন্ধকার দিক দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। ব্যাকরুম ডিল, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার নিষ্ঠুর খেলার বিষয়টি উঠে এসেছে পরতে পরতে।
৭. নো (২০১২)
চিলির স্বৈরশাসক পিনোশের বিরুদ্ধে ১৯৮৮ সালের গণভোট। সৃজনশীল প্রচারণা কীভাবে ইতিহাস বদলে দিতে পারে, তার অনন্য উদাহরণ এই সিনেমা।
৮. ইলেকশন (১৯৯৯)
স্কুল নির্বাচন হলেও রাজনীতির সব উপাদানই আছে এই সিনেমায়। ক্ষমতার লোভ, প্রতিহিংসা আর কারসাজি এমনভাবে সিনেমা তুলে ধরা হয়েছে, দেখলে মনে হবে ছোট পরিসরে বড় রাজনীতির রূপক!
৯.ইন দ্য লাইন অব ফায়ার (১৯৯৩)
নির্বাচনী প্রচারণার মধ্যে প্রেসিডেন্ট হত্যাচেষ্টাকে কেন্দ্র করে রাজনৈতিক থ্রিলার। নিরাপত্তা ও ক্ষমতার ঝুঁকি একসঙ্গে উঠে আসে।
১০. বুলওর্থ (১৯৯৮)
এক হতাশ সিনেটরের অকপট সত্য বলা এবং তার অপ্রত্যাশিত রাজনৈতিক প্রতিক্রিয়া- ব্যঙ্গ ও বাস্তবতার মিশেলে ব্যতিক্রমী রাজনৈতিক ছবি। স্ক্রিনরেন্ট









