শেরপুরে জেলা কারাগার থেকে লুট হওয়া ১টি অস্ত্র উদ্ধার করেছে আনসার-ভিডিপি সদস্যরা।
শনিবার (১০ আগস্ট) রাতে সদর উপজেলা পরিষদের গেইটের বাম পাশে আবর্জনা স্তুপের ওপর সাদা বস্তায় মোড়ানো অবস্থায় সেটি উদ্ধার করা হয়। ১১ আগষ্ট রোববার দুপুরে সেনাবাহিনীর কাছে উদ্ধারকৃত অস্ত্রটি হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেরপুর জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট রাশেদুল ইসলামের তত্ত্বাবধানে উপজেলা প্রশিক্ষক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ৫ জন সশস্ত্র ব্যাটালিয়ন আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেটি ভালোভাবে পর্যবেক্ষণ ও অনুসন্ধান করে একটি চায়না ৭.৬২ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। পরে অস্ত্রটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট এক সহিংসতায় দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে অগ্নিসংযোগ করে ভাঙচুর ও লুটপাট করে। এই সহিংসতার সময় শেরপুর জেলা কারাগার থেকে বন্দি আসামিদের পাশাপাশি কিছু সংখ্যক দুষ্কৃতিকারী কারারক্ষীদের কয়েকটি অস্ত্র ও গুলি ছিনিয়ে নিয়ে যায়।
ওইসব অস্ত্র কোথাও পাওয়া গেলে অথবা কারো কাছে থাকলে নির্ভয়ে শেরপুর সেনা ক্যাম্পে শহীদ স্মৃতি স্টেডিয়ামে জমা দেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।









