রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও প্রায় ১০ জন আহত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিওরকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
সংঘর্ষের চলাকালে মাথায় প্রতিপক্ষের লাঠির আঘাতে ফেরদৌসী বেগম (৬০) বেগম নামের এক নারী নিহত হয়। এসময় নিহত নারীর স্বামী জব্বার আলীও গুরুতর আহত হয়।
স্থানীয়রা জানান, পান বরজের জমি নিয়ে দেলুয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলামের সাথে জাহিদ হোসেন পাইক নামের এক বিএনপি সমর্থক আরেক ব্যক্তির দীর্ঘ দিনের বিবাদ ছিল। আজ জমিতে গিয়ে উভয় পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে একজন নিহত ও আহত হয় ১০ জন।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনও কোন মামলা দায়ের করা হয়নি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।









