রাঙ্গামাটির সাজেক কংলাক পাহাড়ে পণ্য পরিবহনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে ঘটনাস্থলে এক মাহেন্দ্র চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) দুপুর পৌনে দেড়টার দিকে সাজেকের কংলাক পাহাড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় গাড়িতে থাকা প্রাণ কোম্পানীর ২ জন প্রাতিনিধি লাফ দিয়ে নেমে গেলেও পাহাড়ের খাদে পড়ে মাহিন্দ্র চালক মো. চাঁন মিয়ার (৩৫) মৃত্যু হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত মাহিন্দ্র চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








