চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া আমতলী এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে চকরিয়া উপজেলার বরইতলি বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মৃত ফেরদৌস আহমেদের ছেলে।
আহতরা হলেন, চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার শামশু উদ্দিনের ছেলে মোহাম্মদ ফাহিম (ড্রাইভার) এবং সাতকানিয়া এলাকার তোফায়েলের ছেলে হাসান (২২)।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, রাত ৩টার দিকে কক্সবাজারগামী প্রাইভেটকার ও চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চার যাত্রী আহত হন। পুলিশ গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, সেখানে একজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।









