টাঙ্গাইলের মধুপুরে একজনের ব্যাটারিচালিত অটো নিয়ে চলে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে চুরির অভিযোগে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ভোরে এই উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে তার মৃত্যু হয় ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এই এলাকায় বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটছে। রাতে এই এলাকায় অজ্ঞাত ৩ ব্যক্তি ঘোরাঘুরি করছিল। এতে স্থানীয়রা তাদের সন্দেহ করে।
রাত ৩টার দিকে তারা এই এলাকার জসীম উদ্দিনের ছেলে দুদু মিয়ার ব্যাটারি চালিত অটো নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন তাদের একজনকে ধরে গণপিটুনি দেয়। এসময় অপর ২জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এরপর সকালে ঘটনাস্থলেই গণপিটুনির শিকার ব্যক্তির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।









