গাইবান্ধায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেল সংঘর্ষে নাফিস শাহরিয়ার আকাশ (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।
মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ গাইবান্ধা শহরের ব্রিজ রোড কালীবাড়ি এলাকার শামসুল হকের ছেলে। নাফিস শাহরিয়ার আকাশ পেশায় এক জন ফটোগ্রাফার ছিলেন।
স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে সোনার বাংলা পরিবহন একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে বাসটি গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। তখন নাফিস শাহরিয়ার আকাশ ঘটনাস্থলেই মারা যান। রাহি নামে অপর এক মোটরসাইকেল আরোহীকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়। আহতদের গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।









