ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কাশিয়ানীর পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা ফালগুনি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের কাশিয়ানীর পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলে নিহত হয়, এ সময় আরো ৮জন আহন হয়।
দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে কিছুক্ষন যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।









