নেত্রকোণার বারহাট্রায় মহুয়া আন্ত:নগর ট্রেনের ধাক্কায় কেন্দুয়া উপজেলার বাঘমারা গ্রামের কেশব (৪৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার ২০ আগস্ট বিকেল সোয়া ৪ টার দিকে বারহাট্রা রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বারহাট্রা রেলস্টেশন মাস্টার মো. মোজাম্মেল হক জানান, মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল মহুয়া আন্তঃনগর ট্রেনটি। পথে বারহাট্রা স্টেশনের কাছাকাছি ট্রেনটি পৌছালে সেখানে রেলপথের পাশ দিয়ে হেঁটে যাওয়া কেশবের সাথে ধাক্কা লাগে। এসময় কেশব ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে রেল পুলিশ আইনগত ব্যবস্থা নিবে বলে জানান স্টেশন মাস্টার।









