কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছে ৩০জন।
আজ রোববার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লার দেবিদ্বার সদরের নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় এ যুবক নিহত হয়। নিহত যুবকের নাম রুবেল হোসেন (৩২)। তিনি দেবিদ্বার উপজেলার বাড়েরা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জানান, আন্দোলনকারীদের সাথে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে রুবেল নামে একজন মারা গেছে শুনেছি।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলী এহসান বিজয় বলেন, রুবের নামে একজন হাসপাতালে মারা যায়। এছাড়া ১২ জন আহত রোগী ভর্তি হয়। এর মধ্যে গুরুতর আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।









