নিউইয়র্কের রচেস্টার শহরের একটি পার্কে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ম্যাপলউড পার্কে হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, হামলায় ২০ বছর বয়সী একজন যুবক নিহত হয়েছেন। আরেকজনের অবস্থা গুরুতর এবং আরও পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, কিছু মানুষ ব্যক্তিগত গাড়িতে এবং বাকিরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছেছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
রচেস্টার পুলিশ ছাড়াও, আয়রনডেকুইট পুলিশ, মনরো কাউন্টি শেরিফ, এবং নিউইয়র্ক স্টেট পুলিশসহ বিভিন্ন সংস্থা খবর পেয়ে পার্কে উপস্থিত হয়।









