প্রবাসী আয়ে বা রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশে ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রবাসীদের আয় প্রেরণ সহজীকরণ, ব্যাংকিং চ্যানেলের প্রণোদনা অব্যাহত রাখা এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ প্রদানের ফলে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এই রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বেশি। গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলার। শুধুমাত্র ২০ অক্টোবর দেশে এসেছে ৭০ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছর ২০২৫-২৬ এর শুরু থেকে (জুলাই ২০২৫ থেকে ২০ অক্টোবর ২০২৫ পর্যন্ত) মোট রেমিট্যান্স এসেছে ৯ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ২ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮.২০ বিলিয়ন মার্কিন ডলার।









