দেশে বৈধ পথে প্রবাসী আয়ের ধারা ক্রমাগত ঊর্ধ্বমুখী। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রেমিট্যান্স একের পর এক রেকর্ড গড়ে এগিয়ে চলেছে দেশের বৈদেশিক আয়। মার্চ ও এপ্রিল মাসে রেমিট্যান্সের যে গতি লক্ষ করা গেছে, চলতি মে মাসেও সেই ধারা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে চলতি মাসের প্রথম ১৭ দিনেই দেশে এসেছে ১৬১ কোটি মার্কিন ডলার।
এমনকি এই মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও আশাবাদ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মে মাসের প্রথম ১৭ দিনে দেশে এসেছে ১৬১ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ১৯ হাজার ৬৪২ কোটি টাকা। দেশে প্রতিদিন এই হিসেবে গড়ে ৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার এসেছে। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলারের বেশি। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩১ লাখ ৩০ হাজার ডলার এসেছে।
দেশে গত মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। গত এপ্রিলে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার এসেছে। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।
এছাড়াও, গত ফেব্রুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ ডলার। গত জানুয়ারি মাসেও দেশে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।









