চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

২৩ এ এগিয়ে যাই দৃপ্ত গতিতে

আজ পালিত হল চ্যানেল আইয়ের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশের গণমাধ্যম তথা টেলিভিশন যখন টেরোস্টিয়াল ছেড়ে স্যাটালাইটে পদার্পণ করে তখন বাংলাদেশের গণমাধ্যমে এক নতুন যুগ সূচিত হয়। সেই সূচণার সঙ্গে জড়িয়ে যায় চ্যানেল আই। শুরু থেকে এই চ্যানেলটি দর্শক শ্রোতার মনজয় করে আজও দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে।

হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ১ অক্টোবর ২২ বছর পূর্ণ করে ২৩ বছরে পা রাখলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই। এবারের স্লোগান রাখা হয়েছে, ‘স্বাধীনতার ৫০-এ, চ্যানেল আই ২৩-এ’। চ্যানেল আইয়ের হাত ধরে এদেশের টেলিভিশন জগতে উন্মোচিত হয় এক নতুন দিগন্তের। গত ২২ বছরে বিশ্বব্যাপী বাংলাভাষী মানুষ এবং টেলিভিশন শিল্পকে অনেক ‘প্রথম’ উপহার দিয়েছে চ্যানেল আই। মহামারী করোনার কারণে গেল বছরের মতো এ বছরও সবাইকে নিয়ে চ্যানেল আই চত্বরে বিশেষ এই দিনটি উদযাপন হয়নি, তবে প্রিয় চ্যানেলকে শুভেচ্ছা বার্তা পাঠাতে ভুলেননি শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সব অঙ্গনের মানুষ। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ইমপ্রেস গ্রুপের কার্যালয়ে চ্যানেল আই টেলিভিশন সম্প্রচারের ২৩তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীন, সাদী মোহাম্মদ, চ্যানেল আই পরিচালক শাইখ সিরাজসহ চ্যানেলটির সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর অনলাইনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন

শতভাগ পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে চ্যানেল আইয়ের মতই চ্যানেল আই ‘সংবাদ’-এর অভিযাত্রা। অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, খাদ্য নিরাপত্তায় শতভাগ স্বনির্ভরতা অর্জন তথা বাংলাদেশের গঠনমূলক পরিবর্তনের সরব সঙ্গী চ্যানেল আই। দেশের রাজনৈতিক পট পরিবর্তন, বহু ঘটনা, সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন প্রতিকূল ও সংকটময় পরিস্থিতি এসেছে। সবক্ষেত্রেই সঠিক ও তাৎক্ষণিক তথ্যের জন্য দর্শকদের সবচেয়ে কাছাকাছি থেকেছে চ্যানেল আই। সবচেয়ে দ্রুত পূরণ করেছে দর্শকদের প্রতিমুহূর্তের তথ্যের ক্ষুধা। এ ক্ষেত্রে প্রতিদিন লাইভ সম্প্রচার এবং এ সংক্রান্ত পেশাদারিত্ব ও কারিগরী উৎকর্ষে চ্যানেল আই সংবাদ বস্তুনিষ্ঠতায় এক স্বতন্ত্র অবস্থান গড়েছে। সংবাদ পরিবেশনে চ্যানেল আই বরাবরই থেকেছে গণমুখি অবস্থানে। ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন। বস্তুনিষ্ঠ অনলাইন সাংবাদিকতা এই সংবাদ পোর্টালটির মূল লক্ষ্য। পাঁচ বছরে প্রতিষ্ঠানটি টেক্সট জার্নালিজম ছাড়াও ডিজিটাল ও মাল্টিমিডিয়া জার্নালিজমে বেশ দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। ডিজিটাল ট্রান্সফরমেশনে সময়ের সাথে পাল্লা দিয়ে এখানে কাজ করছে সাংবাদিকরা।

২৩ বছরের পথচলায় গণমানুষের ভাষা আকাঙ্খার প্রতিফলন যেনো প্রতিদিন এগিয়ে যেতে পারে চ্যানেল আই এই প্রত্যাশায় আমরা আরও দ্বিগুণ উৎসাহ উদ্দীপনায় আশার আলো জ্বালি প্রতিদিন