ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এ চরম ব্যর্থ ছিল বাংলাদেশ দল। যা ঘিরে একটি মূল্যায়ন কমিটি করেছিল সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পরিচালিত বোর্ড। তিন সদস্যের সেই কমিটি রিপোর্ট জমা দিলেও তাতে কী আছে সামনে আনা হয়নি। আইনি বিষয় না থাকলে বিশ্বকাপ ব্যর্থতার সেই রিপোর্ট প্রকাশ করা হবে।
দায়িত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম সভার পর নতুন সভাপতি ফারুক আহমেদ জানালেন, রিপোর্টটি আলোর মুখ দেখতে পারে। বিসিবির আগের নানা তদন্তের রিপোর্টও প্রকাশ করার কথা বলেছেন তিনি।
বৃহস্পতিবার দীর্ঘ বোর্ড সভার পর সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সামনে এসে বিসিবি সভাপতি বললেন, মূল্যায়ন রিপোর্টে কারও ব্যাপারে কোনো সুপারিশ থাকলে ব্যবস্থাও নেয়া হবে।









