বেশ লম্বা সময় ধরে ওয়ানডেতে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারছেন না লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে ডাক মারলেন উইকেটরক্ষক-ব্যাটার। প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের পর আজ অবশ্য দুই বল বেশি খেলে ফিরে গেছেন ডানহাতি ওপেনার। সবশেষ ১২ ম্যাচে এক ফিফটির দেখা পেয়েছেন, শূন্য রানে আউট হয়ে ফিরেছেন তিনবার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। প্রথম ওভারে রানের খাতা খোলার আগে মাধুশঙ্কার বলে স্কয়ারলেগে ওয়েল্লাগের হাতে ক্যাচ দেন টাইগার ওপেনার। তিন বলে শূন্য রানে ফিরে যান লিটন।
গতবছর ওয়ানডে বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরও ভালো কাটেনি লিটনের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার ব্যাটে আসে সবমিলিয়ে ২৯। প্রথমটিতে ২২ রান করা লিটন অন্য দুই ম্যাচে ছুঁতে পারেননি দুঅঙ্কের ঘর।
সবশেষ ১২ ম্যাচে কেবল এক ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রান পেয়েছেন ২০১৫ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া লিটন। এই ডজনখানেক ম্যাচের সময়ে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ রানে আউট হয়ে ফিরেছিলেন ডানহাতি ব্যাটার।
ভারতের বিপক্ষে ১২৪ বলে ৬৬ রান পাওয়ার পর পাকিস্তানের বিপক্ষে ৪৫ রান করেছিলেন বিশ্বকাপে। শেষ ১২ ম্যাচে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ম্যাচেই ৪০ পেরোতে পারেননি।








