মেয়ে ইনায়ার জন্মের পর সোমবার হাসপাতাল ছেড়ে বাড়িতে যাচ্ছেন বলিউড তারকা সোহা আলী খান। সে ছবিটিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
ছবিতে দেখা যায়, মেয়ে ইনায়াকে কোলে নিয়ে উচ্ছ্বসিত সোহার স্বামী কুনাল খেমু। তার পাশেই দাঁড়িয়ে আছেন সোহা। মেয়েকে কোলে নিয়ে থাকলেও, ছবিতে তার মুখখানি দেখার সুযোগ মেলেনি ভক্তদের। তোয়ালে আর পোশাকের আড়ালে ঢেকে রাখা হয়েছে তার মুখ। তাই ইনায়ার মুখটি দেখতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সোহা ভক্তদের।
গত ২৯ শে সেপ্টেম্বর মুম্বাইয়ের বীচ ক্যান্ডি হাসপাতালে সোহা আলী খান জন্ম দেন কন্যা ইনায়াকে।
২০১৪ সালে প্যারিসে নিজের মনের ভালোবাসার কথা সোহাকে জানান কুনাল। অবশেষে ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন কুনাল-সোহা।
বর্তমানে ‘গোলমাল এগেইন’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কুনাল। অন্যদিকে গর্ভধারণের জন্য নিজেকে চলচ্চিত্র থেকে দূরে রেখেছিলেন সোহা আলী খান। ইন্ডিয়ান এক্সপ্রেস।







