Site icon চ্যানেল আই অনলাইন

হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৩ করোনা রোগীর মৃত্যু

করোনা হাসপাতাল

ভারতের মহারাষ্ট্রে হাসপাতালে আগুন লেগে আইসিইউতে ভর্তি অন্তত ১৩ জন করোনারোগীর মৃত্যু হয়েছে।  

মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের ভিরারের বিজয় বল্লভ হাসপাতালে বৃহস্পতিবার রাতে এই  অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে।

সেই সময়ে হাসপাতালে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন বলে জানিয়েছেন বিজয় বল্লভ হাসপাতালের সিইও দিলিপ শাহ।

মহারাষ্ট্র করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ সামলাতে যখন হিমশিম খাচ্ছে তখনই এই দুর্ঘটনা ঘটলো। বৃহস্পতিবার একদিনেই সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৭ হাজার মানুষ। মোট আক্রান্ত ৪০ লাখের বেশি। ভারতের মধ্যে মহারাষ্ট্রের অবস্থাই সবচেয়ে ভয়াবহ।

একজন প্রত্যক্ষদর্শী অবিনাস পাতিল জানান, রাত ৩টার দিকে আমি এক বন্ধুর কাছ থেকে ফোন পাই যার শাশুড়ি এই হাসপাতালে ভর্তি। দ্বিতীয় তলায় থাকা আইসিইউ ধোঁয়ায় ছেয়ে গেছিলো। সেখানে মাত্র দুজন নার্স ছিলেন এবং আমি কোনো ডাক্তারকে দেখিনি। আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আট থেকে দশটি মরদেহ ওখানে দেখেছি।

ডাক্তার না থাকার অভিযোগ অস্বীকার করে দিলিপ শাহ বলেন, ডাক্তাররা ছিলো। হাসপাতালে আগুন থেকে নিরাপত্তার সব নিয়মও অনুসরণ করা হয়েছে বলে জানান তিনি।

বেশ কিছু রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Exit mobile version